দুর্গা এখানে পূজিতা হন আদিবাসীমন্ত্রে! দেড়শো বছরের পুরনো এই পুজোতে ভোগে কী থাকে?
Updated: 15 Sep 2022, 10:00 PM ISTশহরের কোলাহল থেকে বহু দূরে। এই জায়গা মালদার হবিবপুরের কেন্দপুকুর ভাঙাদিঘীতে। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই গ্রামে আজও পরম্পরা মেনে আদিবাসী মন্ত্রে পূজিতা হন দেবী দুর্গা। স্থানীয়রা বলছেন, লব হাঁসদার হাত ধরে দেড়শো বছর আগে এই পুজোর প্রচলন হয়। এই চারদিন আদিবাসীদের নিজস্ব মন্ত্রে আদিবাসী ভাষার মন্ত্রে পূজা করা হয় দেবী দুর্গাকে। পুজোর চারদিনই নিরামিশ ভোগ দেওয়া হয় দেবীকে। নবমীতে খিচুরী ভোগ অর্পণ করা হয়। স্বপ্নাদেশ থেকে শুরু এই পুজোর। গত ২০ বছর ধরে এখানে মূর্তি পুজো হচ্ছে।