Updated: 10 Feb 2025, 10:54 PM IST
Laxmishree Banerjee
শুধুমাত্র ছেলেদের পৈতে হত এতদিন। কিন্তু এবার সমাজের এই নিয়মকে একটু ঘুরপথে নিয়ে গেল মালদার ইংরেজবাজারের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকার সিদ্ধান্ত পরিবার। জানা গিয়েছে, সিদ্ধান্ত পরিবারের ছোট মেয়ের পৈতে দেওয়া হয়েছে। বর্তমানে ছেলে আর মেয়ের মধ্যে কোনও তফাৎ নেই, এমনই বার্তা দিয়ে এ কাজ করেছে ওই পরিবার। সিদ্ধান্ত পরিবারের পুরোহিত জানিয়েছেন, বৈদিক যুগে নারী পুরুষের মধ্যে কোন ভেদাভেদ ছিল না। নারী পৈতে ধারণ করতেন। পরবর্তীতে সমাজের নিয়মরীতি বদলে যায়। তবে বর্তমানে সমাজের পরিবর্তন, মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে। তাই সিদ্ধান্ত পরিবারের এই সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন বলেই জানিয়েছেন।