বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: সংসদে 'ক্যাশ কাউন্টিং মেশিন' নিয়ে খার্গে করলেন এই মন্তব্য! হাসি রুখতে পারলেন না ধনখড়,মোদী
Updated: 08 Feb 2023, 08:10 PM IST
লেখক Sritama Mitra
সংসদের গুরুগম্ভীর পরিস্থিতি থেকে একেবারে বাইরে এই ছবি। সংসদে তখন ভাষণ দিচ্ছেন কংগ্রেসের সাংসদ মল্লিকার্জুন খার্গে। তিনি বক্তব্য রাখার সময় রাজ্যসভায় তখন চেয়ারম্যানের চেয়ারে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি ধনখড়কে উদ্দেশ্য করে তখন মজার ছলে একটি মন্তব্য করেন মল্লিকার্জুন খার্গে। মন্তব্যে, উপরাষ্ট্রপতি ধনখড়রের আইনজীবী থাকাকালীন জীবনের প্রসঙ্গ আসে। সেই প্রসঙ্গেই মল্লিকার্জুন খার্গে 'ক্যাশ কাউন্টিং মেশিন' সম্পর্কিত মন্তব্য করেন। মজার ছলে সেই মন্তব্য করতে গিয়ে ঠোঁটের কোণে হাসি আসে মল্লিকার্জুন খার্গেরও। যা শুনে রাষ্ট্রপতি ধনখড়ও হেসে ফেলেন। মজার ছলে তিনি পাল্টা বক্তব্য রাখেন। এদিকে, এই কথপোকথের মাঝে দেখা যায় রাজ্যসভায় উপস্থিত প্রধানমন্ত্রী মোদীও হাসছেন। এর খানিক বাদেই সংসদে এক 'শায়েরি' পেশ করে নিজের অবস্থান বুঝিয়ে দেন উপরাষ্ট্রপতি।