বাংলা নিউজ > দেখতেই হবে > Mamata Banerjee Video: 'কারও কাছ থেকে এক কাপ চাও নিইনি, এজেন্সি দিয়ে আমার পরিবারকে হেনস্থা করছে', ক্ষোভ প্রকাশ দিদির

Mamata Banerjee Video: 'কারও কাছ থেকে এক কাপ চাও নিইনি, এজেন্সি দিয়ে আমার পরিবারকে হেনস্থা করছে', ক্ষোভ প্রকাশ দিদির

ধনধান্য অডিটোরিয়ামে এদিন এক সিমেন্ট কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে গিয়ে তিনি প্রসঙ্গ তোলেন এজেন্সি দিয়ে হেনস্থার। দিদি বলেন,'কখনও কখনও কিছু কিছু লোক আপনাদের উত্যক্ত করবে।' এরপর তিনি বলেন, 'এটা নতুন কিছু নয়। শুধু আপনাদের নয়..' এরপর মুখ্যমন্ত্রী বলেন,' কিছু এজেন্সি দিয়ে বারবার সমস্ত ব্যবসায়ীদের হেনস্থা করা হচ্ছে।' মমতা আরও বলেন,' আমার পরিবারও এই হেনস্থার শিকার হচ্ছে।' এরপরই দিদি বলেন, ' যদিও আমি সারা জীবনে কখনও এক পয়সা, এক কাপ চা কারও কাছ থেকে নিইনি।'