Mamata at Spain Video: স্পেনে বাদ্যযন্ত্রে 'আমরা করব জয়'-এর সুরে ঝড় তুললেন দিদি
Updated: 14 Sep 2023, 05:57 PM ISTসদ্য বিদেশ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি রয়েছেন স্পেনে। আর স্পেনের রাস্তাতেও দিদিকে দেখা গেল চেনা মেজাজে। কুণাল ঘোষ তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভিডিয়ো। যেখানে দেখা গেল, দিদি স্পেনে অ্যাকর্ডিয়ানে বাজাচ্ছেন ‘আমরা করব জয়’ এর সুর। মুহূর্তে সেই ভিডিয়ো হয়েছে ভাইরাল।