বাংলা নিউজ > দেখতেই হবে > Mamata Viral Video: 'হঠাৎ এমন কী হল, আজকে দেশের নামটাও চেঞ্জ হয়ে যাবে.. ভারত তো বলিই', কেন্দ্রকে তোপ দিদির

Mamata Viral Video: 'হঠাৎ এমন কী হল, আজকে দেশের নামটাও চেঞ্জ হয়ে যাবে.. ভারত তো বলিই', কেন্দ্রকে তোপ দিদির

মঙ্গলবার শিক্ষক দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ আয়োজিত হয় সেই অনুষ্ঠান। মমতা কেন্দ্রকে টার্গেট করেন জি২০ এর আমন্ত্রণ পত্র ঘিরে। দিদি বলেন, 'আজকে তো ইন্ডিয়ার নাম চেঞ্জ করে দিচ্ছে বলে আমি শুনলাম।' এরপরই তিনি বলেন,মাননীয় রাষ্ট্রপতির নামে জি২০ এর যে কার্ড হয়েছে... 'জি২০-র লাঞ্চে না ডিনারে, তাতে লেখা আছে ভারত বলে।' দিদি বলেন, 'হঠাৎ এমন কী হল, আজকে দেশের নামটাও চেঞ্জ হয়ে যাবে!'