Mamata Banerjee Video: 'যেন চাকর বাকর 'নেতাজির মূর্তি উন্মোচন নিয়ে ক্ষোভে মোদীকে নিশানা মমতার, উঠল হাসিনা প্রসঙ্গ
Updated: 08 Sep 2022, 09:44 PM ISTইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উন্মোচনের অনুষ্ঠান রয়েছে। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পারদ চড়িয়ে মোদী সরকারের দিকে তোপ দাগেন। তাঁকে আমন্ত্রণ করা ইস্যুতে ক্ষোভ কার্যত উগড়ে দেন মমতা। মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে যথাযথভাবে আমন্ত্রণ করা হয়নি বলে অভিযোগ তুললেন তিনি। মমতা জানান, নেতাজি ইনডোরে তৃণমূলে সমাবেশের আগে রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করেছেন তিনি। এছাড়াও শেখ হাসিনার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও মুখ খোলেন মমতা।