বাংলা নিউজ >
দেখতেই হবে >
Viral Video: কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার
Updated: 09 Sep 2024, 11:21 PM IST
Sritama Mitra
আরজি কর কাণ্ডে সদ্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন অনেকেই। জুনিয়ার ডাক্তাররা লালবাজার অভিযান করে এই দাবি জানিয়ে এসেছেন খোদ কলকাতার নগরপালকে। এদিকে, আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কলকাতার পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য। সাতদিন আগে। সামনে পুজো।' মমতা বলেন, 'আপনারা এবার আমায় বলুন। যে থাকবে, সেই লোকটাকে আইন-শৃঙ্খলা তো জানতে হবে।'