বাংলা নিউজ > দেখতেই হবে > Video: 'টাকা ফিরিয়ে দাও, নয়তো জিএসটি বন্ধ করে দাও', ফুঁসে উঠলেন মমতা

Video: 'টাকা ফিরিয়ে দাও, নয়তো জিএসটি বন্ধ করে দাও', ফুঁসে উঠলেন মমতা

ঝাড়গ্রামের বেলপাহাড়িতে একটি জনসভা থেকে বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ১০০ দিনের কাজের টাকার প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে বলেন, 'আমাদের থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, আর আমাদেরই টাকা দিচ্ছে না।' প্রসঙ্গত, ১০০ দিনের কাজের ওপর নির্ভরশীল বহু ঝাড়গ্রামের বাসিন্দা। আর সেই ১০০ দিনের কাজের টাকা নিয়ে মন্তব্য করেন মমতা। ক্ষোভ উগরে দেন জিএসটি নিয়ে। মমতা বলেন, 'হয় টাকা দিন, নয়তো জিএসটি তুলে নিন।' এদিন বেলপাহাড়ির সভায় রাজ্য সরকারের একাধিক কর্মকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন মমতা। তুলে ধরেন বহু প্রকল্পের সুবিধার দিকগুলি।