Updated: 22 Sep 2022, 08:31 PM IST
লেখক Sritama Mitra
শহরজুড়ে সাজো সাজো রব। মহালয়া আসতে খানিক দেরি রয়েছ... more
শহরজুড়ে সাজো সাজো রব। মহালয়া আসতে খানিক দেরি রয়েছে। তবে তার আগেই শহর কলকাতার একাধিক তাবড় পুজোর উদ্বোধন করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীবার প্রদীপ জ্বালিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করেন দিদি। মঞ্চ থেকে মন্ত্রী সুজিত বসুর জন্য দেন বিশেষ বার্তাও। মজার ছলে জনসমাগম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। এরপর তিনি পৌঁছে যান সল্টলেক এফডি ব্লকে। সেখানে পুজোর উদ্বোধন করেন তিনি। তারপরই টালা প্রত্যয়ের পুজোর উদ্বোধনে দেখা যায় মমতাকে।