বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mamata on RG Kar student death Video: 'মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড়…', RG Kar কাণ্ডে সরব মমতা তদন্ত নিয়ে কী বললেন?
Updated: 12 Aug 2024, 07:56 PM IST
Sritama Mitra
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যায় ফুঁসছে গোটা বাংলা। উঠছে নানান প্রশ্ন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ক্ষোভ- প্রতিবাদে উত্তাল গোটা বাংলা। তারই মাঝে এদিন পদত্যাগ করেছেন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিকে, বেলা গড়াতেই সোমবার মৃতার বাবা মায়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান সোদপুরে পানিহাটিতে। ক্ষুব্ধ মমতা বললেন...। এদিকে, মহিলা চিকিৎসকের মৃত্যুতে ক্ষোভে উত্তাল আরজি কর। ক্ষোভ বাংলা ছাড়িয়ে গিয়েছে চণ্ডীগড়েও। ক্ষোভে ফুঁসছে দিল্লি। ক্ষোভের ছবি ধরা পড়েছে উত্তর প্রদেশেও। দেশ জুড়ে দিকে দিকে এই মৃত্যুর প্রতিবাদ চলছে। এদিকে রাজ্যে উঠছে সিবিআই তদন্তের দাবি। আর তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন।