বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mamata offers puja before Poila Boishakh: পয়লা বৈশাখের আগে পরিবারের সদস্যদের সঙ্গে কালীঘাটে পুজো মমতার
Updated: 13 Apr 2024, 10:54 PM IST
Sritama Mitra
সদ্য অযোধ্যার রাম মন্দিরে পৌঁছে ছিলেন রাজ্যপাল আনন্দ বোস। সেখানে রামলালাকে পুজো দেন তিনি। এরপর চৈত্র সংক্রান্তিতে পয়লা বৈশাখের আগের দিন কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে পুজোয় এদিন তাঁর সঙঅগে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকেও। মমতার সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা।