বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mamata on Bangladesh Video: বাংলাদেশ নিয়ে 'কেন্দ্রের নির্দেশ মতো কাজ' এর বার্তা মমতার
Updated: 05 Aug 2024, 08:11 PM IST
Sritama Mitra, Sayani Rana
অগ্নিগর্ভ বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশ করেছেন শেখ হাসিনা। প্রথমে শোনা গিয়েছিল তিনি পশ্চিমবঙ্গে তিনি অবতরণ করতে পারেন। তবে পরে তিনি ভারতের হিন্ডোন এয়ারবেসে অবতরণ করেন। শেখ হাসিনাকে ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখন বাংলাদেশ নিয়ে বক্তব্য রাখেন মমতা। তিনি বলেন, বাংলার মানুষকে আমি শান্তি ও সংযম প্রদর্শনের অনুরোধ করব। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। এটা দ্বিপাক্ষিক ব্যাপার। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তাদের নির্দেশ মতো কাজ করব।