বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mamata on Recruitment: 'পোস্ট খালি আছে, নিতে পারছি না... কয়েকটা ফুরফুরে…', নিয়োগ নিয়ে মমতার টার্গেটে কারা?
Updated: 12 Feb 2024, 09:40 PM IST
Sritama Mitra
হুগলিতে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন। দিদির বক্তব্যে উঠে আসে রাজ্যে চাকরিতে নিয়োগ নিয়ে বক্তব্য। মমতা জানান, রাজ্যে পোস্ট খালি রয়েছে। দিদি বলেন,'সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য।' তিনি বিরোধীদের বিরুদ্ধে কটাক্ষের সুর চড়া করেন এই নিয়োগ ইস্যুতে।