Video: 'স্পেনকে ভালোবাসি কারণ...', দিদি বললেন কলকাতার সঙ্গে 'মিল'এর কথা! টুকরো ছবি একনজরে
Updated: 16 Sep 2023, 04:56 PM ISTস্পেনে ঝোড়ো কর্মসূচিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের সর্বোচ্চ লিগের সঙ্গে মৌ চুক্তি সদ্য স্বাক্ষর করেছে পশ্চিমবঙ্গ সরকার। সৌরভের উপস্থিতিতে সেই হাইভোল্টেজ বৈঠকের দৃশ্য এখন ভাইরাল! জানা গিয়েছে, খুব শিগগির কলকাতায় অ্যাকাডেমি গড়বে লালিগা। এছাড়াও স্পেন সফরে প্রবাসীদের সঙ্গে গল্প-আড্ডায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনে এমনই কিছু টুকরো ছবি উঠে এল দিদিকে ঘিরে। স্পেনে আয়োজিত 'বেঙ্গল গ্লোবাল বিজনেজ সামিট'ও মমতা জানালেন কেন তিনি স্পেনকে ভালোবাসেন।