বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: মোদীর 'পরমাত্মা আমাকে পাঠিয়েছেন' মন্তব্য নিয়ে মমতা বললেন 'আমি মানেটা বুঝছি না', দিদি ঠিক কী বলেছেন?
Updated: 23 May 2024, 11:28 PM IST
Sritama Mitra
সদ্য এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী পরমাত্মা নিয়ে একটি মন্তব্য করেছেন। এরপর কলকাতায় তৃণমূলের সভা থেকে সেই মন্তব্যের পাল্টা বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে, মোদী বলেছিলেন,' মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে।' এরপর তিনি বলেন,' কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি...' '..যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন।' এরপর বৃহস্পততিবার বউবাজারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারের সভায় পৌঁছন TMC সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার সভা থেকে তিনি মোদীর এই মন্তব্য নিয়ে পাল্টা বক্তব্য রাখেন। কী বললেন দিদি?