Video: 'দিদি প্লিজ..', ইন্দ্রনীলের অনুরোধে মঞ্চে উঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন মমতার! আসরের দৃশ্য একনজরে
Updated: 09 May 2023, 10:31 PM ISTরাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে দর্শকাসনে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে গানের জন্য অনুরোধ করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রথমে একদমই রাজি ছিলেন না মমতা। তারপর ইন্দ্রনীলের বহু অনুরোধের পর মঞ্চে ওঠেন দিদি। ইন্দ্রনীলের সঙ্গে শুরু করেন গাইতে। মঞ্চে তিনি পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত। এর আগে, অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়, রূপঙ্কর, অদিতি মুন্সি সমেত বহু তারকাই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন।