বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mamata on alliance: 'অনেকে আমায় ভুল বুঝেছে.. জোটে আছি', তমলুকের মাটি থেকে 'বদলা নেব'র বার্তা দিয়ে কাকে নিশানা দিদির?
Updated: 16 May 2024, 07:38 PM IST
Sritama Mitra
INDI জোটে তৃণমূলের থাকা না থাকা নিয়ে তমলুকের মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন মমতা। রাজ্যের ভোটে কংগ্রেস ও সিপিএমকে নিয়েও এদিন মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি সাফ বলেন,'বাংলায় কোনও জোট নেই।' অল ইন্ডিয়া লেভেলে আমরা বিরোধী জোট ইন্ডিয়া তৈরি করেছিলাম। আমি ওই জোট তৈরি করেছি। জোটে আছি। জোটে থাকব। এছাড়াও নন্দীগ্রামে বিধানসভা ভোট প্রসঙ্গ তুলে বিরোধীদের নাম না করে কটাক্ষ করতে ছাড়েননি। মমতা এদিনের সভা থেকে বলেন, 'ওটা নন্দীগ্রামের মানুষের রায় নয়...'। এই ইস্যুতে দিদির সাফ বক্তব্য 'আমি এর বদলা নেব'।