বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mamata on Howrah Video: 'লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে', হাওড়ার জমি দখল নিয়ে রুদ্রমূর্তি মমতার
Updated: 24 Jun 2024, 10:21 PM IST
Sritama Mitra
নবান্নে সোমবার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে হাইভোল্টেজ বৈঠক। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত রুদ্রমূর্তি ধারণ করেন। হাওড়ায় জমি দখল নিয়ে ক্ষোভ উগরে দেন দিদি। রাজ্যের মুখ্য়মন্ত্রীর তোপের মুখে এদিন ছিল হাওড়া। হাওড়ার উন্নয়ন ইস্যুতে দুর্নীতি বিষয়ে ক্ষোভ উগরে দেন মমতা। সাফ জানান, তদন্তের কথা। তিনি হাওড়া পুলিশকে একটি তদন্তেরও নির্দেশ দেন এই বিষয়ে। কী বললেন মমতা? এছাড়াও বিভিন্ন পুরসভার কাজকর্ম ইস্যুতেও মমতা ক্ষোভে ফেটে পড়েন।