বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mamata Banerjee Latest Video: 'একমাস তো হয়ে গেল… পুজোয় ফিরে আসুন', জনতার উদ্দেশে অনুরোধ মমতার
Updated: 09 Sep 2024, 11:00 PM IST
Sritama Mitra
'একমাস তো হয়ে গেল.. ৩১ শে মাস. একমাস একদিন.. আমি অনুরোধ করব, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।'একথা সোমবার বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্য এই মুহূর্তে আরজি কর কাণ্ড ঘিরে ক্ষোভে ফুঁসছে। প্রতিবাদে উত্তাল সাধারণ মানুষ। গত ৯ অগস্ট আরজি কর-এ তরুণী চিকিৎসকের মৃত্যুর এক মাস পূর্ণ হল আজ ৯ সেপ্টেম্বর। সামনেই দুর্গাপুজো। তার মাঝে এদিন একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।