বাংলা নিউজ > দেখতেই হবে > Mamata Banerjee Video: 'কেউ আছে...আমিও খাব না, ওকেও খেত দেব না', চাকরি ইস্য়ু থেকে PIL নিয়ে যা বললেন দিদি

Mamata Banerjee Video: 'কেউ আছে...আমিও খাব না, ওকেও খেত দেব না', চাকরি ইস্য়ু থেকে PIL নিয়ে যা বললেন দিদি

শিক্ষক দিবস উপলক্ষ্যে সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে যোগ দেন মমতা। রাজ্য সরকারের 'শিক্ষারত্ন' প্রদান অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর ভাষণে বারবার উঠে এসেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে নানান বক্তব্য। রাজ্যে চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া প্রসঙ্গেও মুখ খোলেন মমতা। প্রসঙ্গ ওঠে পিআইএল নিয়ে। আর তা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মমতা কী বলেছেন দেখে নেওয়া যাক।