বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mamata Meets Anant:BJPর অনন্ত মহারাজের সাক্ষাতে মমতা, রাজপ্রাসাদে খেলেন শুধু 'গ্রিন টি'! কীভাবে স্বাগত জানানো হল দিদিকে?
Updated: 18 Jun 2024, 05:43 PM IST
Sritama Mitra
বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে হঠাৎই পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য কোচবিহার সফরে গিয়েছেন দিদি। মঙ্গলের সকালে মদনমোহন মন্দিরে পুজো দিয়েই মমতার কনভয় ছোটে অনন্ত মহারাজের বাসভবনের দিকে। রাজপ্রাসাদে প্রবেশের আগে দিদিতে রাজবংশী উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অনন্ত মহারাজ নিজে। পরম্পরে মেনে গুয়াপান মমতার হাতে তুলে দেন অনন্ত মহারাজ। এদিকে, রাজনৈতিক মহলে জল্পনা মমতা-অনন্ত সাক্ষাৎ নিয়ে। বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ কী বললেন?