বাংলা নিউজ > দেখতেই হবে > মাদ্রিদে মমতা: সকালে নিয়মফামিক চলল Walk

মাদ্রিদে মমতা: সকালে নিয়মফামিক চলল Walk

বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যের দিক থেকে কতটা সচেতন তা সকলেরই জানা। সদ্য তিনি গিয়েছেন স্পেনে। আর এদিন মাদ্রিদে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল নিয়মমাফিক হাঁটতে। সকালের অভ্যাস মতো তিনি হাঁটেন স্পেনের রাস্তায়। সেই দৃশ্যই ক্রমাগত ভাইরাল হয়েছে।