Updated: 14 Sep 2023, 07:00 PM IST
Sritama Mitra
বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যের দিক থেকে কতটা সচেতন তা সকলেরই জানা। সদ্য তিনি গিয়েছেন স্পেনে। আর এদিন মাদ্রিদে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল নিয়মমাফিক হাঁটতে। সকালের অভ্যাস মতো তিনি হাঁটেন স্পেনের রাস্তায়। সেই দৃশ্যই ক্রমাগত ভাইরাল হয়েছে।