Updated: 14 Nov 2024, 11:13 PM IST
Sritama Mitra
উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিশু দিবসে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকাই দার্জিলিং এর রাস্তায় তাঁকে দেখা যায় গিটারের সুরে মেতে উঠতে। পথের ধারে কয়েকজন ছোট মিলে বাজাচ্ছিল গিটার। তাঁদের সুরে মুগ্ধ হয়ে মমতা বলেন, 'গুজ মিউজিক', তুলে দেন চকোলেট।