বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mamata Banerjee: 'আমি একটা রাজ্যের রেভিনিউ পাই... আরও ৫ রাজ্যের সব কিছু টানতে হচ্ছে', কী বললেন দিদি?
Updated: 24 Jun 2024, 10:23 PM IST
Sritama Mitra
নবান্নে এদিন পুরসভাগুলি নিয়ে হাইভোল্টেজ বৈঠক ডাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে বলেন,' আমি একটা রাজ্যের রেভিন্যু পাই, তারমধ্যে আরও ৫ রাজ্যের সব কিছু টানতে হচ্ছে'। মমতা বলেন, 'লক্ষ্মীর ভান্ডারও সে পাচ্ছে, স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে,বিনা পয়সার রেশনও সে পাচ্ছে'। দিদির সাফ বার্তা, বাংলার পরিচিতি যাতে টাকার বিনিময়ে নষ্ট না হয়, তার দিকে সকলের খেয়াল রাখা দরকার। মমতা বলেন, 'আমার কাছে তো সেই ট্রেজারি নেই যে ৫ টা রাজ্যকে টানতে পারব'। মমতা বলেন, 'কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই, তারা তো আমাদেরই টাকা দেয়না।' মমতা বলেন, 'আমাদের ঘাড়ের ওপর যত বোঝা... এরপর তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হবে।'