Video: কংগ্রেস-তৃণমূল জোট কি দেখা যাবে লোকসভা ভোটে? হাইভোল্টেজ প্রশ্নে মুখ খুললেন মমতা
Updated: 15 May 2023, 08:11 PM ISTকর্ণাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দপুটে জয় ঘিরে আলোচনা রাজনৈতিক মহলে। কর্ণাটক বিধানসভা নির্বাচন নিয়ে এদিন বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে প্রশ্ন ওঠে, এরপর কি তৃণমূলকে দেখা যাবে কংগ্রেসের হাত ধরতে? উল্লেখ্য, এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা। সেখানে বিজেপি, কংগ্রেস, বামেদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। তারপরই মমতার কাছে কংগ্রেসের সঙ্গে হাত মেলানো নিয়ে প্রশ্ন ওঠে। মমতা বলেন, যে সমস্ত এলাকায় স্থানীয়দলগুলি পোক্ত সেখানে তারা লড়ুক। দিদি বলেন, যেখানে কংগ্রেস পোক্ত সেই জায়গা থেকে তারা ভোটে লড়ুক। আমাদের তাতে কোনও অসুবিধা নেই। তবে তাদেরও বাকি রাজনৈতিক দলগুলিকে সমর্থন করতে হবে। তৃণমূল সুপ্রিমো বলছেন... আমি কর্ণাটকে তোমাদের সমর্থন যোগাব, আর তুমি আমার বিরুদ্ধে রোজ লড়বে... এমন নীতি হবে না.. এটা সকলের জন্য। মমতা বলেন, ভালো কিছু পেতে গেলে কিছু ক্ষেত্রে 'ত্যাগ' প্রয়োজন।