বাংলা নিউজ > দেখতেই হবে > Sanatan Dharma Issue:'স্ট্যালিনজিকে সম্মান করি,তবে আমার বিনীত অনুরোধ...' সনাতন ধর্ম-মন্তব্য ইস্যুতে দিদির বড় বার্তা

Sanatan Dharma Issue:'স্ট্যালিনজিকে সম্মান করি,তবে আমার বিনীত অনুরোধ...' সনাতন ধর্ম-মন্তব্য ইস্যুতে দিদির বড় বার্তা

সদ্য তামিলনাড়ুর মন্ত্রী তথা INDIA জোট সদস্য DMKর নেতা উদয়নিধি স্ট্য়ালিনের মন্তব্যে ঝড় উঠেছে। সেই মন্তব্যে তিনি সনাতন ধর্ম সম্পর্কে বক্তব্য রাখেন। উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যের পর INDIA জোটের একাধিক শরিকদল মুখ খুলেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্যুতে মুখ খুললেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'স্ট্যালিনজিকে সম্মান করি... তবে আমার বিনীত অনুরোধ...'। মমতা বলেন, 'যা একাংশের মানুষকে আঘাত করে, তাতে জড়ানো ঠিক নয়'। এই বার্তা দেন দিদি। মমতা বলেন,'প্রতিটি ধর্মের নিজস্ব আবেগ আছে'। মমতা সাফ বলেন, 'আমি সনাতন ধর্মকে সম্মান করি।' তিনি তুলে ধরেন রাজ্যে পুরোহিত-ভাতার কথা। মমতা তুলে ধরেন দেশের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিত সত্তা কথা। দিদিকে প্রশ্ন করা হয়, কিনি মন্তব্যের নিন্দা করবেন কি না! তার জবাবে দিদি বলেন, এমন মন্তব্য করা ঠিক নয়, যা মানুষকে আঘাত করে।