বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mamata 21 July 2024 Video: 'বিবেকবান চাই.. বিত্তবান চাই না, পয়সা আসে চলে যায়..' ২১শের মঞ্চে বার্তা দিদির
Updated: 21 Jul 2024, 04:11 PM IST
Sritama Mitra
সালে ২১ জুলাইয়ের সভা থেকে একের পর এক ঝোড়ো বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় সাফল্যের পর এইটিই তাঁর বড় কর্মসূচি ছিল। দলের কর্মীদের উদ্দেশে তিনি এদিন দিয়েছেন বড় বার্তা। তিনি দলীয় কর্মীদের বিনয়ের বার্তা দেন। মমতা বলেন,'যেখানে যেখানে আমরা জিতিনি, সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন।' সাফ ভাষায় মমতা বলেন,'বিবেকবান চাই.. বিত্তবান চাই না, পয়সা আসে চলে যায়..।'