বাংলা নিউজ > দেখতেই হবে > Video: ব্যাগে মৃত সন্তানকে নিয়ে বাসে চড়ে বাড়ি ফিরলেন বাবা! বাংলার বুকে করুণ ছবি ঘিরে কী বলছে রাজনৈতিক মহল

Video: ব্যাগে মৃত সন্তানকে নিয়ে বাসে চড়ে বাড়ি ফিরলেন বাবা! বাংলার বুকে করুণ ছবি ঘিরে কী বলছে রাজনৈতিক মহল

এই ছবি এক অসহায় বাবার! এই ছবি এক অসহায় পরিবারের। কালিয়াগঞ্জের বাসিন্দা, পেশায় দিন মজুর অসীম দেবশর্মার এই করুণ ছবি প্রকাশ্যে এসেছে। হাসপাতাল থেকে মৃত শিশুকে আনতে পাননি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স যে টাকা চেয়েছিল তা দেওয়ার সামর্থ ছিল না অসীম দেবশর্মার। শেষে ব্যাগের ভিতর মৃত শিশুকে নিয়ে বাসে চড়ে বাড়ি ফিরতে হয়েছে তাঁকে। ঘটনা নিয়ে ফের একবার মর্মান্তিক ছবি উঠে এল বাংলার বুকে। গোটা পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন অসীম দেবশর্মা। জানাচ্ছেন,পাঁচ মাসের যমজ সন্তান অসুস্থ হতেই হাসপাতালে কীভাবে চলছিল চিকিৎসা। এরপর শিশুর মৃত্যু। আর মৃত সন্তানকে বাড়ি ফিরিয়ে আনতে কীভাবে সমস্যার মুখে পড়েন তিনি সেকথা জানালেন অসীম দেবশর্মা। এদিকে, তৃণমূলের তরফে নিতাই বৈশ্য বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। অন্যদিকে, বিজেপির তরফে গৌরাঙ্গ দাস উগরে দেন ক্ষোভ।