বাংলা নিউজ > দেখতেই হবে > রাতের দিল্লির টানেলে দুর্ঘটনা, ফোনের নেটওয়ার্কের সমস্যায় পুলিশের কাছে ফোন গেল দেরিতে, এরপর?

রাতের দিল্লির টানেলে দুর্ঘটনা, ফোনের নেটওয়ার্কের সমস্যায় পুলিশের কাছে ফোন গেল দেরিতে, এরপর?

এই ছবি রাতের দিল্লির। সেখানে প্রগতি ময়দান টানেলে এই ভয়াবহ দুর্ঘটনার পরও জীবিত ছিলেন বাইক আরোহী। দুর্ঘটনাগ্রস্তকে বাঁচাতে আশপাশের কয়েকজন সেখান থেকে পুলিশে খবর দিতে যান। তবে তাঁদের ফোনের নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। ফলে সঠিক সময়ে পুলিশকে ফোন করতে পারেননি তাঁরা। পরে শেষ কিছু সময়ে তাঁরা পুলিশকে ফোনে পেয়ে যান। ছুটে যায় পুলিশ। আহতকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান বলে খবর। জানা গিয়েছে, প্রয়াত ১৯ বছর বয়সী। তিনি রাতে বন্ধুর বাড়ি থেকে স্কুটি চেপে ফিরছিলেন। তখনই ঘটে এই কাণ্ড।