Video: রাস্তায় চলন্ত গাড়ির মাথায় ব্যায়াম,হাত তুলে ফুর্তি! রাতের গুরুগ্রামের এই দৃশ্য ভাইরাল
Updated: 01 Jun 2023, 12:59 PM ISTএই দৃশ্য রাতের গুরগাওঁয়ের। রাস্তা চলতি গাড়ির মাথায় উঠে এই যুবকদের কীর্তি ধরা পড়েছে ক্যামেরায়। দেখা যাচ্ছে, চলন্ত গাড়ি থেকে জানলা দিয়ে চার যুবকের দেহের কিছুটা অংশ বেরিয়ে। আরেকজন যুবক গাড়ির মাথায় ব্যায়ামের ভঙ্গিমা করছেন। হাত তুলে নিজেরা জাহির করছেন উচ্ছ্বাস। এই ভিডিয়ো ভাইরাল হতেই পদক্ষেপ করে পুলিশ। গাড়ির মালিককে এই কাণ্ডের জন্য জরিমানা করা হয় ৬,৫০০ টাকা। ওই যুবকরা ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। এই দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়।