Updated: 03 Apr 2022, 07:00 PM IST
লেখক Sritama Mitra
বচসা চলছিল স্কুলের মিডডে মিলকে কেন্দ্র করে। এরই মা... more
বচসা চলছিল স্কুলের মিডডে মিলকে কেন্দ্র করে। এরই মাঝে আচমকা পঞ্চায়েত সদস্য তথা স্কুল কমিটির সভাপতিকে সপাটে চড় মারা হয়। এক ব্যক্তির এই চড় মারার ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তেজিত হয় এলাকা। দক্ষিণ ২৪ পরগনার নামখানার হরিপুরের নেতাজি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে যায়। মিড ডে মিলে পোকা সহ সামগ্রী কম দেওয়ার অভিযোগ এখানে বহুদিন ধরে রয়েছে। তারপর স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের নিয়ে একটি বৈঠক হয়। এরপর অভিভাবকদের কাছে স্কুলের প্রধান শিক্ষককের তরফে একটি ডাক পাঠানো হয়। সেখানে স্কুলে এসে একটি স্বাক্ষকরের করার কথা বলা হয়। সেই সময়ই স্কুলের সামনে স্কুলের শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের বচসা হয়। ওই বচসা চলাকালীন স্কুল কমিটির সভাপতি ও পঞ্চায়েত সদস্য লক্ষপতি মণ্ডলের গালে সপাটে চড় মারতে দেখা যায় এক ব্যক্তিকে। এরপর সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।