Video: চলন্ত ট্রেনের দরজা থেকে হাত ফসকে গেল বৃদ্ধের! হাড়হিম করা কাণ্ডের শেষে কী ঘটল?
Updated: 07 Jan 2023, 11:25 PM ISTএই ছবি বিহারের পুর্নিয়া স্টেশনের। সেখানে এক বৃদ্ধ ব্যক্তি চলন্ত ট্রেনে শেষ মুহূর্তে উঠতে যাচ্ছিলেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে না ট্রেনে খুব একটা ভিড় আছে বলে। এদিকে, ট্রেনে চড়তে গিয়ে সেই বৃদ্ধের আচমকা হাত ফসকে যায় দরজার কাছে। মুহূর্তে তিনি হাত ফসকে পড়ে যান প্ল্যাটফর্মে। মুহূর্তে চাঞ্চল্য তৈরি হয় স্টেশন চত্বর জুড়ে। ছুটে আসেন অনেকে। এগিয়ে আসেন এক আরপিএফ জওয়ান। ওই জওয়ানের তাৎক্ষণিক তৎপরতায় প্রাণে বাঁচেন বৃদ্ধ। রুদ্ধশ্বাস পরিস্থিতিতে বৃদ্ধকে তুলে নিয়ে প্ল্যাটফর্মে নিয়ে আসেন জওয়ান। ঘটনার ভিডিয়ো প্রকাশ করেছে ভারতীয় রেল। বার্তা দিয়েছে ট্রেনে ওঠার সময় সতর্ক থাকার।