Updated: 19 Mar 2022, 03:37 PM IST
লেখক Sritama Mitra
৩ টি কোবরার সঙ্গে ব্যক্তির ভয়াবহ স্টান্ট। বিষধর কোবরা কামড়ে দিল সাপ খেলায় পটু ব্যক্তিকে। এক আইএএফ অফিসার এই ভিডিয়ো তুলে ধরেছেন। কর্ণাটকের এই ভিডিয়োতে স্তম্ভিত নেটিজেনরা। সাপ খেলায় পটু ব্যক্তির এই ভিডিয়ো হতবাক করেছে নেটিজেনদের। ভিডিয়োতে দেখা যাচ্ছে সাপ খেলায় সিদ্ধহস্ত এই ব্যক্তি তিনটি কোবরার সামনে বসে। আর সাপগুলির লেজ বরাবর তিনি হাতও দিচ্ছেন। যখনই তিনি দ্বিতীয় কোবরার দিকে হাত বাড়িয়েছেন, তখনই আরেকটি কোবরা তাঁর উপর হামলা চালায়। এরপর এই ব্যক্তির পোশাক কামড়ে প্রায় ধরে থাকে সাপটি। কিছুতেই ছাড়তে চায়না সে। আই এফএস অফিসার সুশান্ত নন্দা এই ভিডিয়োটি প্রকাশ করেন। তিনি তাঁর পোস্টে সাপের বিষয়ে এমন কার্যকলাপ নিয়ে সতর্ক করেছেন। এই ভিডিয়ো থেকে স্বভাবতই স্পষ্ট এমন বিষধর প্রাণীর ক্ষেত্রে কতটা সতর্ক থাকা জরুরি।