Updated: 06 Aug 2022, 08:00 PM IST
লেখক Sritama Mitra
শহুরে জীবন থেকে বেরিয়ে প্রকৃতির কোলে হারিয়ে যেতে ক... more
শহুরে জীবন থেকে বেরিয়ে প্রকৃতির কোলে হারিয়ে যেতে কে না চান? তবে শহরের যেমন নিয়ম রয়েছে, তেমনই কিছু নিয়ম রয়েছে জঙ্গলের। নিয়ম ভাঙলেই বিপত্তি! এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে হাতির দল। এদিকে, একটি বাস তা দেখে দাঁড়িয়ে যায়। দেখা যাচ্ছে, সেখানে হাতির সঙ্গে সেলফি তুলতে চাইছেন কয়েকজন। আর সেলফি তোলার হিড়িক হাতির চোখে পড়তেই রাগ দেখিয়ে তেড়ে আসে গজরাজ। সামান্য ' ভয় দেখিয়ে', ফের নিজেদের পথে রাস্তা ছেড়ে দিয়ে চলে যায় হাতিরা। এই ঘটনা যেন জানান দিয়ে দেয়, যে বেগতিক দেখলে গজরাজরা ছেড়ে কথা বলেন না!