Video: রেল লাইন পেরোতে গিয়ে ট্র্যাকে খুলে গেল ব্যক্তির জুতো, রুদ্ধশ্বাস মুহূর্তে কী ঘটল?
Updated: 15 Jan 2023, 11:00 PM ISTরেল ট্র্যাক ধরে পারাপার করা যে কতটা বিপজ্জনক, তার প্রমাণ এই ভিডিয়োয় ফের একবার এল। এক ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, রেল ট্র্যাক পার করার সময় ভয়ানক এক বিপত্তির দৃশ্য। এই ব্যক্তিকে রেলিং পার করে রেল ট্র্যাকে নামতে দেখা যাচ্ছে। নিজের তেজে তিনি লাইন পার করছেন। ততক্ষণে যে ট্র্যাকে ট্রেন ঢুকে পড়েছে, তা তাঁর মুখ ঘোরানোর দিশা থেকে বোঝা যাচ্ছে। এমনই সময় ট্র্যাকের মধ্যে তাঁর জুতো খুলে যায়। মুহূর্তে ট্র্যাক থেকে বেরিয়ে জুতো পরেন তিনি। ততক্ষণ ট্রেন এগোচ্ছে। এরপর রেল পুলিশের এক কর্মীর তৎপরতায় কোনও মতে প্ল্যাটফর্মে ওঠেন তিনি। রুদ্ধশ্বাস পরিস্থিতিতে এমন ঘটনায় ততক্ষণে অনেকেই স্তম্ভিত।