Updated: 01 Jun 2022, 10:56 PM IST
লেখক Sritama Mitra
এই ছবি কাশ্মীরের। ভূস্বর্গের বুকে অনন্তনাগে চলছে ব... more
এই ছবি কাশ্মীরের। ভূস্বর্গের বুকে অনন্তনাগে চলছে বিশেষ মার্শাল আর্টসের ক্যাম্প। আর এই ক্যাম্প ঘিরে কাশ্মীরের কিশোর কিশোরীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মিক্সড মার্শাল আর্টসের এই ট্রেনিং ক্যাম্প দক্ষিণ কাশ্মীরে শুরু হয়েছে। যাতে উপত্যকায় মার্শাল আর্টস প্রসারতা পায়, তার দিকে লক্ষ্য নিয়েই এই উদ্যোগ। ওই ট্রেনিং ক্যাম্পে হিমাচল দিল্লি, গুজরাত থেকে অনেকেই যোগদান করেছেন। অনন্তনাগের জঙ্গলে চলছে এই প্রশিক্ষণ পর্ব। এই উদ্যোগে যুক্ত রয়েছে অল ইন্ডিয়া মিক্সড মার্শাল আর্টস অ্যাসোসিয়েশন।