বাংলা নিউজ >
দেখতেই হবে >
Car accident CCTV Footage: তির বেগে ছুটে এসে বেপরোয়া গতিতে ডিভাইডারে ধাক্কা গাড়ির! ছিটকে পড়ল রাস্তায়
Updated: 27 Feb 2024, 08:00 PM IST
Sritama Mitra
তেলাঙ্গানার এক সড়ক দুর্ঘটনার ভিডিয়ো দ্রুত গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে একটি গাড়ি এসে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারছে। আর তারপর তা ছিটকে যাচ্ছে রাস্তার অপর প্রান্তে। রাস্তার অপর প্রান্তে ততক্ষণে আরও একটি গাড়ি যাচ্ছিল। দুর্ঘটনাগ্রস্ত কালো গাড়িটি তাকেও ধাক্কা দেয়। ফলে দুটি গাড়িই দুর্ঘটনার শিকার হয়। বেলাগাম গতিতে গাড়ি চালানোর করুণ পরণতির আরও এক উদাহরণ এই ভিডিয়ো।