Updated: 04 Apr 2022, 09:27 PM IST
লেখক Sritama Mitra
ঠাকুরনগর থেকে ফিরে এদিন নগরকীর্তনে মাতলেন মতুয়া সম... more
ঠাকুরনগর থেকে ফিরে এদিন নগরকীর্তনে মাতলেন মতুয়া সম্প্রদায়ের কিছু ভক্ত। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের চরণ স্পর্শের জন্য তাঁরা পৌঁছন শান্তিপুরের তৃণমূল কাউন্সিলার পম্পা বিশ্বাস রাজবংশীর বাড়িতে। উল্লেখ্য, কাউন্সিলারের বাড়িতেই স্থাপিত রয়েছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূর্তি। যা নিত্যদিনই হয়ে থাকে পূজার্চনা। এই গোটা গোটা পর্বের পরম্পরা বহু বছরের পুরনো। কাদা খেলার মাধ্যমে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের চরণ স্পর্শের রীতি বহু প্রাচীন। সঙ্গে চলে শহর পরিক্রমা করে কীর্তন। গোটা দিন ধরে চলে ভোগ নিবেদন। শান্তিপুরের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের বাড়িতে এই বিশেষভাবে আয়োজিত হয় অনুষ্ঠান। যার তত্ত্বাবধান করেন কাউন্সিলার পম্বা বিশ্বাস রাজবংশী নিজেই।