বাংলা নিউজ >
দেখতেই হবে >
ম্যাঙ্গো থেকে অরেঞ্জ ফ্লেভার! পুজোয় এবার মন মাতাতে আসছে ভিন্ন স্বাদের মেচা সন্দেশ
Updated: 28 Sep 2024, 06:07 PM IST
Laxmishree Banerjee
বাঁকুড়ায় বেলিয়াতোড়ের বিখ্যাত মেচা সন্দেশ। পুজোয় মন মাতাতে এবার ভিন্ন স্বাদে পড়বে মানুষের পাতে। ম্যাঙ্গো থেকে অরেঞ্জ ফ্লেভার, স্বাদে গন্ধে ভরবে মন। বাঁকুড়া দুর্গাপুরের ব্যস্ততম রাজ্য সড়কের ধারেই বেলিয়াতোড় বাজারে, পুজোর আগে মেচার ঘনঘটা।