বাংলা নিউজ >
দেখতেই হবে >
আলমোড়ার জঙ্গলে আগুন নেভাতে ভিমতাল থেকে কপ্টারে নিয়ে যাওয়া হচ্ছে জল, দেখুন ভিডিয়ো
Updated: 14 Jun 2024, 08:49 PM IST
Sayani Rana
উত্তরাখণ্ড অঞ্চলে কয়েক হেক্টর জঙ্গল আগুনে পুড়ে গিয়েছে। এখনও জ্বলছে সেই ভয়ঙ্কর আগুন। তা নেভাতেই এবার ভারতীয় বায়ুসেনার একটি এমআই-১৭ হেলিকপ্টার ভিমতাল থেকে জল নিয়ে যাচ্ছে। প্রকাশ্যে এসেছে হেলিকপ্টারে করে জল নিয়ে যাওয়ার সেই দৃশ্য। নৈনিতাল এবং অন্যান্য আশেপাশের অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে উত্তরাখণ্ড সরকার ভারতীয় সেনাবাহিনী এবং আইএএফ-এর সাহায্য নিচ্ছে। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।