বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mimi at Mayapur Video: 'শুভদিন তো...' মায়াপুর ইসকন মন্দিরের উল্টোরথযাত্রায় আবেগপ্রবণ মিমি!
Updated: 15 Jul 2024, 06:31 PM IST
Sayani Rana
রাজ্যের বহু জায়গায় মঙ্গলবার উদযাপিত হবে উল্টোরথ। কিন্তু তারমধ্যে ব্যতিক্রম ইসকনের রথযাত্রা। নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে সোমবার পালিত হচ্ছে উল্টোরথের উৎসব। সকাল থেকেই গোটা মায়াপুর ইসকন মন্দির সেজে উঠেছে। রথের রশিতে টান দেওয়ার জন্য দেশের নানা প্রান্ত-সহ বিদেশ থেকেও অসংখ্য ভক্ত এসেছেন। পাশাপাশি মায়াপুর ইসকন মন্দিরে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিস্তারির দেখে নিন ভিডিয়োয়।