Updated: 28 Nov 2024, 11:39 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
#mimichakraborty #jamrulorange #reel কিছুদিন আগেই নিজের ফ্ল্যাটের ব্যলকনির বাগানে জামরুল, চোদ্দ শাক ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার সেই তালিকায় জুড়ল কমলালেবু। আর গাছ ভর্তি ফল দেখে অভিনেত্রী একেবারে আহ্লাদে আটখানা! নিজেই সেই কমলালেবুর গাছ দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মিমির শেয়ার করা ভিডিওতেই দেখা গেল, পুকুরপারের গাছে ঝাঁকে-ঝাঁকে কমলালেবু হয়েছে। কোনওটা পাকা, আবার কোনওটায় পাক ধরেনি! তাহলেই বুঝুন মিমির কাণ্ড...