বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা', মন্তব্যে বিতর্কের ঝড়ের মাঝে কী বললেন অখিল গিরি?
Updated: 12 Nov 2022, 10:24 PM IST
লেখক Sritama Mitra
শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে দেশের রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য অখিল গিরির। রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির মন্তব্যের একটি ভিডিয়ো ক্লিপ সদ্য ভাইরাল হয়েছে। সেখানে উঠে এসেছে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি। সেখানে দেখা যাচ্ছে অখিল গিরি বলছেন, 'তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা'। আর এই মন্তব্যেই বিতর্কের ঝড়। এদিকে, বিজেপি এই ইস্যুতে ক্ষোভ উগরে দিয়েছে। অন্যদিকে, তিনি বলছেন শুভেন্দু অধিকারীকে জবাব দিতে গিয়ে তিনি একথা বলেছেন। কোনও নাম তিনি উচ্চারণ করেননি বলেও জানান অখিল গিরি। অখিল গিরি বলেন, 'যদি দেশের রাষ্ট্রপতি এতে অপমানিত বোধ করেন', তাহলে অখিল গিরি তার জন্য 'ক্ষমাপ্রার্থী'।