বাংলা নিউজ >
দেখতেই হবে >
প্রসঙ্গে অনুচ্ছেদ ৩৭০! জম্মু ও কাশ্মীর বিধানসভায় বিধায়কদের হাতাহাতি, ধুন্ধুমার
Updated: 07 Nov 2024, 06:08 PM IST
Laxmishree Banerjee
বৃহস্পতিবার, জম্মু ও কাশ্মীর বিধানসভা অধিবেশন চলাকালীন বিধায়কদের মধ্যে জোর হাতাহাতি হয়। শাসক দল এবং বিরোধী বিজেপির বিধায়করা একে অপরের কলার ধরে একে অপরকে ধাক্কাও দেন। সভাকক্ষে হট্টগোলের পর বিধানসভার কার্যক্রম প্রথমে ২০ মিনিট এবং তারপর আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে।