বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'ইমার্জেন্সি.. কংগ্রেসের কপালে এই যে পাপ লেগে আছে..', সংসদে যা বললেন মোদী, পাল্টা প্রিয়াঙ্কা
Updated: 14 Dec 2024, 10:30 PM IST
Sritama Mitra
সংসদে এদিন সংবিধানের ৭৫ বছর উপলক্ষ্যে এক বিশেষ 'ডিবেট'র আয়োজন হয়েছিল। আর সেই 'ডিবেট' এ অংশ নিয়ে মোদী ইমার্জেন্সি ইস্যুর প্রসঙ্গ তোলেন। সেখানে তিনি কংগ্রেস আমলে দেশের জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে ধরেন। মোদী বলেন সেই সময় দেশ কার্যত জেলখানায় রূপান্তরিত হয়েছিল। কংগ্রেসের প্রতি কটাক্ষ তুঙ্গে রেখে মোদী সংসদে বলেন, যারা নিজের পার্টির সংবিধানকে মেনে নিতে পারেনি.. ঠিক কী বলেছেন মোদী?