বাংলা নিউজ >
দেখতেই হবে >
G7 Video: জি ৭ বৈঠকের মাঝে মোদী-বাইডেন আলিঙ্গন! PM এর জাপান সফরের খণ্ডদৃশ্য একনজরে
Updated: 20 May 2023, 02:35 PM IST
লেখক Sritama Mitra
জি সেভেন বৈঠকের মাঝে জাপানে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী। জি সেভেনে অতিথি দেশ হিসাবে আমন্ত্রিত ভারত। জি সেভেন-এ বিশ্বের সাতটি দেশ অন্তর্ভূক্ত। জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই বৈঠক উপলক্ষ্যে জাপানে মোদী। সেখানে বৈঠকের আগে হিরোশিমায় গান্ধীমূর্তি উন্মোচন করেন মোদী। এদিকে,জি সেভেন বৈঠকের মাঝে বাইডেন ও মোদীর আলিঙ্গন নজর কেড়েছে বিশ্বের কূটনৈতিক মহলের। এই বৈঠকের ফাঁকে একাধিক দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গেও বৈঠক করেন মোদী। জাপানের বিখ্যাত ইনফ্লুয়েন্সারের সঙ্গেও সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রীর।