বাংলা নিউজ >
দেখতেই হবে >
Modi on West Bengal Lok Sabha Vote : বাংলায় 'TMC অস্তিত্বের লড়াই লড়ছে, বিজেপি সর্বাধিক সাফল্য পাচ্ছে'- হুঙ্কার মোদীর
Updated: 28 May 2024, 02:00 PM IST
Sritama Mitra
'বাংলার ভোটে তৃণমূল অস্তিত্বের লড়াই লড়ছে' এই বার্তা দিয়ে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী লোকসভা ভোটে বাংলার রাজনৈতিক চিত্র নিয়ে মুখ খোলেন। তিনি তুলে ধরেন ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপির সাফল্যের খতিয়ান। মোদী বলেছেন, পুরো দেশে এইবার 'সেরা পারফর্মিং স্টেট' পশ্চিমবঙ্গ হতে চলেছে। প্রধানমন্ত্রীর দাবি, 'বিজেপি সর্বাধিক সাফল্য পশ্চিমবঙ্গ থেকে পাচ্ছে'।