বাংলা নিউজ >
দেখতেই হবে >
Modi's Lunch Video: ‘চলুন শাস্তি দেব…’ কয়েকজন MPকে সঙ্গে নিয়ে সংসদের ক্যান্টিনে মোদী, মধ্যাহ্নভোজের পাতে কী কী পড়ল?
Updated: 09 Feb 2024, 08:40 PM IST
Sritama Mitra
একাধিক সাংসদের সঙ্গে এদিন সংসদের ক্যান্টিনে মধ্যাহ্নভোজে বসেন নরেন্দ্র মোদী। মজার ছলে সেখানে সাংসদদের নিয়ে যাওয়ার আগে মোদী বলেন,'আসুন আমার সঙ্গে আজ আমি শাস্তি দেব!' এরপর টিডিপি, বিএসপির মতো বিরোধী দলের সাংসদদের সঙ্গে ভোজে মেতে ওঠেন মোদী। ছিলেন বিজেপির লাদাখের সাংসদ জেমিয়াং নামগিয়াল। ছিলেন বিজেডির সস্মিত পাত্র। ছিলেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ হিনা গাভিত। মধ্যাহ্নভোজে মোদীদের পাতে ক্যান্টিনের খাবারে আজ পড়েছে ডাল,ভাত। সঙ্গে ছিল খিচুড়ি আর তিলের লাড্ডুও।