বাংলা নিউজ >
দেখতেই হবে >
Modi on Sandeshkhali Viral Video: বাংলায় পুলিশ নয়, অপরাধী ঠিক করে যে কখন আত্মসমর্পণ,গ্রেফতার হতে হবে: মোদী
Updated: 02 Mar 2024, 03:30 PM IST
Sritama Mitra
কৃষ্ণনগরে শনিবার মেগা সভায় যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে শুরু থেকেই কার্যত বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি তৃণমূল ছিল নিশানায়। কথা প্রসঙ্গে মোদী তোলেন সন্দেশখালির কথা। আর সেই ইস্যুতে প্রধানমন্ত্রী খোঁচার সুরে বলেন, বাংলায় পুলিশ নয়, অপরাধী ঠিক করে কখন আত্মসমর্পণ করবে বা গ্রেফতার হবে।